কয়েক মাস আগে আমরা এনাউন্স করেছি বার্ন ড্রপ সম্পর্কে, একটি নতুন টোকেনোমিক্স প্রোগ্রাম যেখানে ১ বিলিয়ন IOTX (টোটাল সাপ্লাই এর ১০%) রাখা হয়েছে প্রথম ১ মিলিয়ন “Powered by IoTeX” ডিভাইস গুলোর জন্য। প্রতিটি নতুন ডিভাইস যখন আই ও টি এক্স নেটওয়ার্কে রেজিস্টার করবে, একটি নতুন বার্ন ড্রপ ইভেন্ট শুরু হবে সম্পূ্র্ন নেটওয়ার্ক এবং স্ট্যাকহোল্ডার দের জন্য।
বার্ন-ড্রপ কে কমিউনিটির জন্য প্রস্তুত করতে, আমরা এনাউন্স করে দিয়েছি Ignite এর সাথে, একটি স্পেশাল ক্যাম্পেইন যেখানে লং টার্ম স্ট্যাকহোল্ডার রা ইনকাম করতে পারবে অতিরিক্ত ১০% বার্ষিক রিটার্ন। এই আর্টিকেলে আমরা পরিচয় করিয়ে দিবো Ignite ক্যাম্পেইন/টাইমলাইনের সাথে এবং বার্ন-ড্রপের সম্ভাব্য রিটার্ন সম্পর্কে।
Ignite - বার্ন-ড্রপের পূর্ববর্তী অধ্যায়
গত কয়েক মাসে, IoTeX নতুন ওয়েবসাইট, স্মার্ট কন্ট্রাক্ট এবং টুল তৈরী করেছে বার্ন-ড্রপের জন্য। বার্ন ড্রপ অফিসিয়ালী আসার আগে, আমরা হোস্ট করেছিলাম Ignite ক্যাম্পেইন জুলাই ৩১ তারিখে, আমাদের কমিউনিটির সাথে বার্ন ড্রপ টেকনোলজির পরিচয় করিয়ে দিতে। Ignite ক্যাম্পেইন চলেছে আগষ্টে চার সপ্তাহের জন্য।
ক্যাম্পেইন চলাকালীন সময়ে, স্ট্যাকহোল্ডাররা ১০% অতিরিক্ত বার্ষিক রিটার্ন পেয়েছে যারা ৯১ দিনের বেশি সময়ের জন্য অটো-স্ট্যাক করেছে সাথে পেয়েছে বার্ন ড্রপের লিমিটেড NFT. তাই যারা অংশগ্রহন করেছে তারা টোটাল ১৮% বার্ষিক রিটার্ন পেয়েছে আগষ্টে।
Ignite শুরু হওয়ার পর থেকে, সকল স্ট্যাকহোল্ডার দের ডেইলী বেসিস এ IOTX ডিস্ট্রিবিউশন করা হয়েছে স্মার্ট কন্ট্রাক্ট এর মাধ্যমে। যারা অটো স্ট্যাক করেছিলো ৯১ দিনের বেশি সময়ের জন্য তারা Ignite এর জন্য প্রস্তুত ছিলো।
বার্ন-ড্রপ ইকোনোমিক্স
Ignite শেষ হওয়ার পর, বার্ন ড্রপ অফিসিয়াল ভাবে চালু হয়েছে। নাম অনুসারে বার্ন ড্রপ দুইটি উপাদান দিয়ে তৈরী - বার্ন এবং ড্রপ। টোটাল ১ বিলিয়ন IOTX রিজার্ভ রাখা হয়েছে বার্ন ড্রপের জন্য, ৯০% (৯০০ মিলিয়ন IOTX) বার্ন হবে এবং ১০% (১০০ মিলিয়ন IOTX) ড্রপ করা হবে লং টার্ম স্ট্যাকার দের ওয়ালেটে। বার্ন ড্রপ ১০ টি পর্যায়ে হবে, নিচে দেওয়া হলো:
লং টার্ম স্ট্যাকার দের জন্য বার্ন-ড্রপ রিটার্ন
ইতিমধ্যে ৮% বার্ষিক রিটার্ন আপনারা সবাই পান ডেলিগেটে স্ট্যাক/ভোট করার জন্য। এখন থেকে আপনি অতিরিক্ত ২০% রিটার্ন পাবেন স্ট্যাক করা IOTX এর উপর বার্ন-ড্রপ প্রোগ্রামের মাধ্যমে। আপনি যদি ৯১ দিন বা বেশি সময়ের জন্য অটো স্ট্যাক করেন তাহলে আপনি জয়েন হয়ে যাবেন বার্ন-ড্রপে - যতো বেশি IOTX আপনি লং টার্মের জন্য স্ট্যাক করবেন ততো বেশি রিওয়ার্ড আপনি পাবেন।
বার্ন-ড্রপ প্রোগ্রামে টোটাল ১০০ মিলিয়ন IOTX ড্রপ করা হবে লং টার্ম স্ট্যাকারদের ওয়ালেটে। প্রতিটি নতুন ডিভাইস IoTeX নেটওয়ার্কে রেজিস্টার হলে নতুন একটি বার্ন ড্রপ ইভেন্ট শুরু হবে। কিছু গাইডলাইন দেওয়া হলো বার্ন ড্রপ রিটার্ন সম্পর্কে
রিটার্ন= [(আপনার স্ট্যাক করা IOTX) / (টোটাল স্ট্যাক করা IOTX)*১০০ মিলিয়ন IOTX
বিস্তারিত আরো ডিটেইলস বার্ন-ড্রপ সম্পর্কে আস্তে আস্তে এনাউন্সমেন্ট করা হবে এবং আমাদের পূর্ববর্তী পোস্ট টি দেখুন বার্ন-ড্রপ সম্পর্কে।
বার্ন ড্রপ এবং Ignite প্রোগ্রাম মুলত শুরু হয়েছে ১ মিলিয়ন ডিভাইসের মাইলস্টোন অতিক্রম করার জন্য। আমাদের সাথে জয়েন করুন এবং আমাদের ভিশন এবং লক্ষ্য অর্জন করতে সাহায্য করতে আমাদের সাথে থাকুন।
IoTeX সম্পর্কে
IoTeX একটি ওপেন সোর্স প্রজেক্ট, ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়, আমাদের ভিশন হচ্ছে সবাইকে একসাথে এনে বিশ্বস্ত একটি অর্থনৈতিক সুযোগ করে দেওয়া যেখানে সকল ডাটা থাকবে নিরাপদে এবং ব্যবহারকারীরা পাবে নতুন ক্ষমতা এবং সমৃদ্ধ অভিজ্ঞতা।
ওয়েবসাইট: https://iotex.io
জয়েন করুন বাংলাদেশী কমিউনিটি তে: Telegram: Contact @IoTeXBangladesh