Hermes সম্পর্কে
Hermes (hermes.io) হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে নিয়ন্ত্রিত রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম যা ডেভেলোপমেন্ট করেছে IoTeX ফাউন্ডেশন। গত কয়েক মাসে, Hermes অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং আজকে আমরা গর্বের সাথে এনাউন্স করছি Hermes ভার্সন ২.০ এখন অফিসিয়াল ভাবে লাইভ এবং সম্পূর্ন ওপেন সোর্স।
Hermes 2.0 হচ্ছে ডেলিগেট এবং ভোটার দুই পক্ষের জন্যই কার্যকরী, অটোমেটিক ভাবে প্রতিদিনের রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হবে ডেলিগেটদের এবং ভোটাররা ট্রান্সপারেন্ট ভাবে রিওয়ার্ড পেমেন্টের হিস্টোরি দেখতে পারবে। এই পোস্টের মাধ্যমে, শেয়ার করা হবে Hermes ভার্সন ২.০ এর ওভারভিউ এবং এটি কিভাবে কাজ করে।
Hermes এর বৈশিষ্ট্য
Hermes হচ্ছে বিশ্বস্ত, ট্রান্সপারেন্ট এবং অটোমেটেড টুল যা ডেলিগেট এবং ভোটার দুই পক্ষের জন্যই সমান উপকারী। Hermes ব্যবহার করে অটোমেট ম্যানুয়াল (and error-prone) স্মার্ট কন্ট্রাক্ট ডেলিগেটদের জন্য, এটি ভোটারদের জন্যও উপকারী কারন এটির যে কোনো অ্যাকশন / রেজাল্ট সম্পূর্ন ওপেন সোর্স এবং ভেরিফাই করা যায় এমন। বড় কথা হচ্ছে Hermes ১০০% ফ্রি! নোট: Hermes ডেলিগেট্স দের “Hermes” Badge আছে ভোটিং ওয়েবসাইটে।
ভোটারদের জন্য
চিন্তার কিছু নেই যদি আপনার ডেলিগেট সঠিক এমাউন্টের রিওয়ার্ড পেইড করে থাকে! সকল Hermes ট্রানজেকশন (রিওয়ার্ড পেমেন্ট) ওপেন এবং ট্র্যাক করা যাবে সহজ ভাবে মনিটর করা যাবে।
-
পার্সোনাল রিওয়ার্ড হিস্টোরি: আপনার IoTeX এড্রেস টি দিন Hermes ডেলিগেট্স থেকে সকল রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হিস্টোরি দেখার জন্য, আপনি ডেলিগেটের নাম দিয়েও তাদের ডিস্ট্রিবিউশন দেখতে পারবেন।
-
রিওয়ার্ড ফরওয়ার্ডিং সার্ভিস: আপনি যদি আপনার রিওয়ার্ড ভিন্ন কোনো এড্রেসে নিতে চান তাহলে আমাদের এই সার্ভিস টি ব্যবহার করে রিওয়ার্ড ফরওয়ার্ড করতে পারবেন ভিন্ন এড্রেসে।
-
অন্য কোনো রিকুয়েস্ট? আমরা আপনাদের থেকে শুনতে চাই! আমাদের জানান টেলিগ্রামে অথবা ইমেইল করুন zhefeng@iotex.io তে।
ডেলিগেট্স দের জন্য
Hermes ব্যবহার করে, ডেলিগেট রা অটোমেটিক ভাবে ক্লেইম, ক্যালকুলেট, রিওয়ার্ড ডিস্ট্রিবিউট করতে পারবে তাদের ভোটারদের। Hermes সকল ডেলিগেট্স দের জন্য ফ্রি, রেজিস্টার করুন নিচের সহজ নির্দেশনা অনুসরন করে:
১. আপনার রিওয়ার্ড পার্সেন্টেজ সেট করুন
২. রিওয়ার্ড এড্রেস সেট করুন ‘io12mgttmfa2ffn9uqvn0yn37f4nz43d248l2ga85’ এখান থেকে
৩. ২৪ ঘন্টা অপেক্ষা করুন- রিওয়ার্ড অটোমেটিক ভাবে ডিস্ট্রিবিউটেড হবে প্রতিদিন আপনার রিওয়ার্ড পার্সেন্টেজ অনুযায়ী।
Hermes টেকনোলোজি ওভারভিউ
ডেইলী রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন
Hermes স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করে। প্রতিটা নতুন Hermes cycle এ, সিস্টেম প্রথমে সকল রিওয়ার্ড ব্লকচেইন থেকে ক্লেইম করে। তারপর এটি চেক করে পূর্বের ডিস্ট্রিবিউশন যাতে কোনো ভুল না হয় ডিস্ট্রিবিউট করতে। পরবর্তী ডিস্ট্রিবিউশন ক্যালকুলেট করে রাখে ডাটা অনুযায়ী প্রত্যেক ডেলিগেটের। সবশেষে মাল্টি সেন্ড স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে সঠিক এমাউন্টের রিওয়ার্ড সেন্ড করে প্রত্যেক ভোটারদের।
রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হিস্টোরি
সমস্ত রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন প্রসেস হয় স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে, Hermes এর রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন হিস্টোরি যে কেউ দেখতে পারে। ডিস্ট্রিবিউশন হিস্টোরি তৈরী করতে iotex-analytics প্রথমে স্মার্ট কন্ট্রাক্ট চেক করে, অ্যাকশন হ্যাশ এবং ডেলিগেটের তথ্য রেকর্ড করে। এই তথ্য ‘balance_history’ টেবিল এর মাধ্যমে সম্পূর্ন Hermes ডিস্ট্রিবিউশন হিস্টোরি তৈরী করে যেটি ডেলিগেটের নাম বা ভোটার এর এড্রেস দিয়ে সার্চ করলেই চেক করা যায়।
রিওয়ার্ড ফরওয়ার্ডিং সার্ভিস
এই সার্ভিস টি স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে দেওয়া হয়। যখন আপনি ফরওয়ার্ডিং এড্রেসের জন্য রেজিস্টার করবেন, স্মার্ট কন্ট্রাক্ট আপনার সিগনেচার যাচাই করবে এবং রেকর্ড করবে আপনার আসল স্ট্যাকিং এড্রেস এবং নতুন ফরওয়ার্ডিং এড্রেস। ডেইলী রিওয়ার্ড ডিস্ট্রিবিউশনের সময় Hermes স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে ভেরিফাই করে নেয় যদি সব কিছু ঠিক থাকে তাহলে রিওয়ার্ড ডিস্ট্রিবিউট করে ফরওয়ার্ডিং এড্রেসে। আর ঠিক না থাকলে স্ট্যাকিং এড্রেসে রিওয়ার্ড ডিস্ট্রিবিউট করে দেয়।
আরো বিস্তারিত জানতে, আমাদের Hermes Github পেইজ দেখুন এবং টেলিগ্রামে জয়েন করুন।
IoTeX সম্পর্কে
IoTeX একটি ওপেন সোর্স প্রজেক্ট, ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়, আমাদের ভিশন হচ্ছে সবাইকে একসাথে এনে বিশ্বস্ত একটি অর্থনৈতিক সুযোগ করে দেওয়া যেখানে সকল ডাটা থাকবে নিরাপদে এবং ব্যবহারকারীরা পাবে নতুন ক্ষমতা এবং সমৃদ্ধ অভিজ্ঞতা।
ওয়েবসাইট: https://iotex.io
জয়েন করুন বাংলাদেশী কমিউনিটি তে: https://t.me/IoTeXBangladesh