Halo প্রোগ্রামে স্বাগতম!
আমাদের মেইননেটের যাত্রা শুরু হওয়ার সাথে সাথে, IoTeX প্লাটফর্ম আরো বেশি ডেভেলোপার ফ্রেন্ডলী এবং কর্মক্ষম হয়ে উঠেছে। গত ২ বছরে আমাদের প্লাটফর্ম অনেকগুলো মাইলফলক অতিক্রম করেছে এবং এখন আমরা প্রস্তুত ইন্টারনেটের বিশ্বকে বিশ্বস্ত করে তোলার জন্য IoTeX প্লাটফর্মের মাধ্যমে।
আমাদের কমিউনিটি ডেভেলোপমেন্ট এবং কন্ট্রিবিউটর দের উৎসাহ দিতে, আমরা শুরু করেছি Halo প্রোগ্রাম, এটি IoTeX এর অফিসিয়াল অনুদান প্রোগ্রাম যা কন্ট্রিবিউটর দের উৎসাহ দিতে জ্বালানী হিসেবে কাজ করবে। Halo প্রোগ্রাম টি বিশেষ করে ডেভেলোপার দের টার্গেট করে করা হয়েছে যারা তৈরী করবে IoT এবং প্রাইভেসি রিলেটেড প্রজেক্ট IoTeX প্লাটফর্ম ব্যবহার করে। তারা ইকোসিস্টেম তৈরী করতেও সাহায্য করবে। আমাদের সাথে জয়েন করুন যদি আপনিও কন্ট্রিবিউট করতে চান ট্রাস্টেড ডিভাইস/এপ্লিকেশন তৈরী করতে।
Halo প্রোগ্রাম কিভাবে কাজ করে?
যারা IoTeX ইকোসিস্টেমের জন্য কাজ করবে তারা টেকনিক্যাল সাপোর্ট এবং ফান্ডিং পাবে। এখন থেকে IoTeX ফাউন্ডেশন এর হয়ে Halo Committee অনুদান ম্যানেজের কাজ করবে। ভবিষ্যতে কমিউনিটি লিডার, প্রজেক্ট এডভাইজর সহ অন্যান্য রাও Halo কমিটি তে জয়েন হবে। বর্তমানে দুই ধরনের Halo অনুদান প্রোগ্রাম চালু আছে যেখানে IoTeX কমিউনিটি মেম্বাররা এপ্লাই করতে পারবে: open ended proposals (OEP) এবং requests for proposals (RFP)
Open-ended Proposals (OEP)
IoTeX প্লাটফর্মে নতুন প্রজেক্ট তৈরী করতে আগ্রহী? আপনার আইডিয়া আমাদের সাথে শেয়ার করুন! Halo এর সাথে আপনি OEP এর মাধ্যমে ফান্ডিং নিতে পারবেন প্রজেক্ট শুরু করার এবং টেকনিক্যাল সাপোর্ট পাবেন IoTeX ফাউন্ডেশন থেকে। OEP এপ্রোভ হলে মিনিমাম ≥১.২ মিলিয়ন IOTX দেওয়া হবে ফান্ডিং এর জন্য এবং তাদের ডেলিগেট হিসেবে নিয়োগ করা হবে IoTeX নেটওয়ার্ক কে সঠিকভাবে মেইনটেইনে সাহায্য করার জন্য। IoTeX কমিউনিটি OEP প্রজেক্ট কে সাহায্য করতে পারবে ডেলিগেটে ভোটিং এর ক্ষেত্রে এবং ডোনেট ও করতে পারবে প্রজেক্ট কে সরাসরি IOTX এর মাধ্যমে। OEPs প্রজেক্টগুলোকে IoTeX ফাউন্ডেশন গুরুত্ব সহকারে টেকনিক্যাল সাপোর্ট দিবে এবং সবসময় গাইড করবে প্রজেক্ট টি সফল করে তুলতে।
Request for Proposals (RFP)
এই “Wishlist” থেকে যে কোনো প্রজেক্ট সিলেক্ট করতে পারেন যেখানে যথেষ্ঠ পরিমান ফান্ডিং লিমিট এবং কাজ করার মতো সুবিধা আছে। আবেদনকারীদের RFP প্রপোজাল পাঠাতে হবে তাদের টিম এবং প্ল্যানের ডিটেইলস সহ। টেকনিক্যাল সাপোর্ট ও দেওয়া হবে যদি দরকার হয়। যারা আবেদন করবে তাদের অবশ্যই পূর্বে একই ধরনের প্রজেক্ট বানানোর অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্টের সাইজ এবং ধরন অনুযায়ী ধাপে ধাপে ফান্ড দেওয়া হবে প্রতিটা পদক্ষেপ সম্পূর্ন হওয়ার পরে। বিশেষ ক্ষেত্রে, একের অধিক টিম একই RFP তে কাজ করতে পারবে।
Halo Grant এর জন্য কিভাবে আবেদন করবেন?
Halo শুধুমাত্র টেকনিক্যাল ডেভেলোপার দের জন্যই না – এটি নন-টেকনিক্যাল কমিউনিটি মেম্বারদের জন্যও যারা শুরু করতে চায় কোনো ফরমাল প্রোগ্রাম অথবা টুলস IoTeX নেটওয়ার্ক নিয়ে। নিচে কিছু প্রপোজাল আইডিয়া দেওয়া হলো বুঝার জন্য, কিন্তু ভাববেন না আপনাদের এগুলোই করতে হবে – আমরা আপনাদের ক্রিয়েটিভ আইডিয়া দেখতে চাই।
-
টেকনিক্যাল: নতুন ডিভাইস/ডিঅ্যাপ্স, যে কোনো এক্সটেনশন “Powered by IoTeX” প্রোডাক্টের জন্য। (যেমন: Ucam, Pebble), ডেভেলোপার টুলস (যেমন: IDE, SDK), ইকোসিস্টেম টুলস (যেমন: ওয়ালেট, এক্সপ্লোরার, ডিসেন্ট্রালাইজ এক্সচেন্জ)।
-
নন-টেকনিক্যাল: শিক্ষামূলক উপকরণ (যেমন: প্রোগ্রামস, ভিডিও), আন্তর্জাতিক মার্কেটিং (যেমন: ক্যাম্পেইন, লোকাল মিটআপ) এবং কমিউনিটি টুলস/প্রোগ্রাম কমিউনিটি ডিসকাশনের জন্য।
Halo প্রোগ্রামের বিস্তারিত আরো ডিটেলইস সম্পর্কে জানতে এবং আবেদনের প্রসেস জানতে ভিজিট করুন: Halo Program Github
পরবর্তীতে কি হবে?
প্রথম ব্যাচের Halo প্রোগ্রাম শুরু হয়েছে মেইননেটের যাত্রা শুরু হওয়ার পর এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ আমরা আস্তে আস্তে আরো অনেক উন্নতি আনবো এই প্রোগ্রামে। এই প্রোগ্রামটি আপনাদের জন্যই ডিজাইন করা হয়েছে, কমিউনিটির জন্য, আমরা অপেক্ষা করে আছি আপনারা নতুন কি তৈরী করবেন সেটি দেখার জন্য!
আরো বিস্তারিত জানতে, আমাদের অফিসিয়াল Halo Website এবং Halo Github দেখুন। আমাদের সকল প্রকার আপডেট পেতে আমাদের ফোরামে এক্টিভ থাকুন।
ডেভেলোপারদের জন্য রিসোর্স
- গিটহাব রিপোজিটরীস: IoTeX Network · GitHub
- ডকুমেন্টেশন: https://docs.iotex.io/
- কোডল্যাব্স: http://codelabs.iotex.io/
- ডেভ ফোরাম: Developers - IoTeX • DePIN for Everyone
- ডেভ চ্যাট: Telegram: Contact @IoTeXDev