ন্যাটিভ স্ট্যাকিং ভার্সন ২ (nsv2) এর ভূমিকা
IoTeX নেটওয়ার্কের একটি মূল পার্ট হচ্ছে স্ট্যাকিং, যেখানে টোকেন হোল্ডার রা ডিপোজিট বা (“স্ট্যাক”) করে IoTeX নেটওয়ার্ক সুরক্ষিত রাখতে সাহায্য করে এবং বিনিময়ে IOTX রিওয়ার্ড হিসেবে পায়। স্ট্যাকিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই পোস্ট টি দেখুন।
IoTeX বর্তমানে স্মার্ট কন্ট্রাক্ট ব্যবহার করে স্ট্যাকিং করার জন্য, যেকোনো প্রকার স্ট্যাকিং রিলেটেড কাজ যেমন নতুন স্ট্যাক, রি-স্ট্যাক, আন-স্ট্যাক বা উইথড্র সব কিছুই স্মার্ট কন্ট্রাক্ট কলের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যেখানে রয়েছে কিছু সীমাবদ্ধতা। তাই IoTeX নিয়ে এসেছে ন্যাটিভ স্ট্যাকিং ভার্সন ২ যেখানে ট্রানজেকশন গুলো হবে স্ট্যাকিং ডিজাইনের উপর ভিত্তি করে, এবং সবকিছু হবে অনেক বেশি সহজ এবং নিরাপদ।
ন্যাটিভ স্ট্যাকিং ভার্সন ২: ডিজাইন ওভারভিউ
বর্তমানে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে ইথেরিয়াম এবং IoTeX মেইননেটে স্ট্যাকিং করা যায়। মেইননেট GA এর রুলস অনুযায়ী ইথেরিয়াম এবং IoTeX স্ট্যাকিং কন্ট্রাক্ট এর সমস্ত ডাটা নতুন ট্রানজেকশন স্ট্যাকিং মেকানিজম এ ট্রান্সফার করা হয়েছে। এই পোস্টে নতুন স্ট্যাকিং প্রসেস সম্পর্কে বলা হবে এবং এখানে ভোটিং অনেক দ্রুত এবং সহজ আগের তুলনায়।
আমরা এখানে ন্যাটিভ স্ট্যাকিং ভার্সন ১ (nsv1) এবং ন্যাটিভ স্ট্যাকিং ভার্সন ২ (nsv2) এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো।
১. বাস্তবায়ন
nsv2 এর জন্য আমরা তৈরী করেছি একটি নতুন প্রোটোকল, স্ট্যাটিং সম্পাদন করার জন্য। যেটি হবে ন্যাটিভ IOTX কয়েন ট্রানজেকশন মেইননেটে। তারমানে ইউজাররা নতুন করে ভোট দিতে পারবে অথবা পুরাতন স্ট্যাকিং ব্যবহার করেও ভোট দিতে পারবে ন্যাটিভ কয়েন ট্রানজেকশন এর মাধ্যমে IoTeX ব্লকচেইনের gRPC ব্যবহার করে। এখন থেকে আর বেশি গ্যাস ফি বা অধিক সময়ের স্মার্ট কন্ট্রাক্ট কলের ঝামেলা থাকবে না।
২. স্ট্যাকিং এর সময় অনুযায়ী বোনাস ভোট
ন্যাটিভ স্ট্যাকিং ভার্সন ১ এ বোনাস ভোট ঠিকমতো ব্যবহার করা যেতো না, প্রতিবার নতুন করে গননা করতে হতো। কিন্তু ন্যাটিভ স্ট্যাকিং ভার্সন ২ এই সমস্যা টি দূর করেছে। বোনাস ভোট সম্পর্কে বিস্তারিত জানতে পোস্ট টি দেখুন।
৩. সেল্ফ স্ট্যাকিং এ বোনাস ভোট
নতুন ডেলিগেট্স দের উৎসাহ দিতে এবং নেটওয়ার্কের সিকিউরিটি বাড়াতে, প্রতিজন ডেলিগেট এর একটি বাকেট “মাস্টার বাকেট” হিসেবে ব্যবহার হবে এবং তারা ৬% অতিরিক্ত বোনাস ভোট পাবে যদি তাদের অটো স্ট্যাক চালু থাকে ৩ মাস সময় ধরে। বোনাস ভোট সম্পর্কে আরো বিস্তারিত জানতে ন্যাটিভ স্ট্যাকিং ভার্সন ২ দেখুন IoTeX ফোরামে।
৪. স্ট্যাকিং বাকেট ট্রান্সফার করা যাবে অন্য এড্রেসে
আপনারা এই ফিচারের রিকুয়েস্ট করেছিলেন এবং আমরা শুনেছি! ন্যাটিভ স্ট্যাকিং ভার্সন ২ তে, ভোটাররা তাদের স্ট্যাকিং বাকেট ট্রান্সফার করতে পারবে অন্য এড্রেসে। এতে ইউজারদের জন্য অনেক সুবিধা হবে সকল স্ট্যাকিং একসাথে আনার ক্ষেত্রে। ভোটাররা তাদের পুরাতন স্ট্যাকিং বাকেটেও নতুন টোকেন এড করতে পারবে।
৫. অন্য ইউজারের হয়ে ডেলিগেটে রেজিস্টার করা
এটি হচ্ছে আরেকটি নতুন ফিচার ন্যাটিভ স্ট্যাকিং ভার্সন ২ এর, যেখানে ইউজার রা নতুন ডেলিগেট তৈরী করতে পারবে অন্য ইউজারের জন্য। এটি প্রাথমিক ভাবে তৈরী করা হয়েছে ডেলিগেট প্রোফাইল ম্যানেজ করার জন্য।
আরো বিস্তারিত জানতে চান?
ন্যাটিভ স্ট্যাকিং ভার্সন ২ সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের IoTeX ফোরাম টি ভিজিট করুন সেখানে বিস্তারিত রয়েছে ন্যাটিভ স্ট্যাকিং ভার্সন ২ সম্পর্কে এবং নিম্নোক্ত ডিটেইলস সহ:
-
Protocol Components: এখানে বর্ননা করা হয়েছে nsv2 এর বিভিন্ন রকমের টেকনিক্যাল উপায় সম্পর্কে যেমন: Protobuf, APIs এবং frontend/ioctl সাপোর্ট।
-
Voting Power calculation: এখানে জানা যাবে স্ট্যাকিং এর সময়, অটো-স্ট্যাক এবং সেল্ফ-স্ট্যাক এর ভোটারদের ভোটিং পাওয়ার সম্পর্কে।
-
Voting Scenarios: এখানে বিভিন্ন রকম উদাহরন দেওয়া আছে বিভিন্ন স্ট্যাকিং নির্বাচন করার জন্য এবং ভোটারদের ভোটিং পাওয়ার এবং রিওয়ার্ড কিভাবে কাজ করে।
-
Parameter Selection: প্যারামিটার ডিজাইন সম্পর্কে টেকনিক্যাল ডিটেইলস জানা যাবে।
-
Migration Plan: এখানে দেখতে পারবেন nsv1 থেকে nsv2 এর মাইগ্রেশন সম্পর্কে।
আমাদের মেইননেট ফোরামে কানেক্ট থাকুন সকল ধরনের আপডেট পেতে এবং আমাদের বাংলাদেশী কমিউনিটি তে জয়েন করুন।
ওয়েবসাইট: https://iotex.io
বাংলাদেশী কমিউনিটি টেলিগ্রাম: Telegram: Contact @IoTeXBangladesh
বাংলাদেশী কমিউনিটি টুইটার: x.com