ioTube: একটি ক্রস চেইন টুল যা IoTeX কে কানেক্ট করবে পুরো ব্লকচেইন দুনিয়ার সাথে


ব্লকচেইনের জন্য ডিসেন্ট্রালাইজ বলতে কি বুঝায়? অনেক মানুষ বিশ্বাস করে ডিসেন্ট্রালাইজেশন মানে হচ্ছে, যে কেউ নিজের ইচ্ছেমতো ব্লকচেইনে জয়েন করতে পারবে বা ব্যবহার করতে পারবে এবং এই নেটওয়ার্ক নিজস্ব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বার কন্ট্রোল হয় না। যদিও এটি সত্যি, কিন্তু এটি ডিসেন্ট্রালাইজৈশন কে সম্পূর্ন ভাবে তুলে ধরে না। ডিসেন্ট্রালাইজেশন অনেক সময় গণতন্ত্রকরণ কেও বুঝায় - কারন এটি সবার জন্য সহজে ব্যবহারযোগ্য। ব্লকচেইন ইন্ডাস্ট্রি কে সম্পূর্ন সম্ভাবনায় গড়ে তুলতে গণতন্ত্রায়ন অনেক বেশি জরুরী এবং এটিকে মূলনীতি তে প্রয়োগ করা উচিত একটি সুন্দর ডিসেন্ট্রালাইজ ভবিষ্যৎ গড়ে তুলার জন্য।

IoTeX এর দীর্ঘমেয়াদী ভিশন শুধুমাত্র আমাদের নিজস্ব প্ল্যাটফর্মের প্রোডাক্ট বা সার্ভিস গুলো নিয়ে কাজ করা না, আমাদের ভিশন হচ্ছে অন্যান্য ব্লকচেইনের সাথে IoTeX কে সংযুক্ত করা। IoTeX এর সক্ষমতা বাড়ানোর জন্য অন্যান্য ব্লকচেইন কেও আমরা সবসময় স্বাগতম জানাই। এই কারনেই আমরা পরিচয় করিয়ে দিচ্ছি ioTube এর সাথে, এটি একটি ক্রস-চেইন, মাল্টি-অ্যাসেট এবং বি-ডিরেকশনাল ব্রিজ যা IoTeX কে সকল ব্লকচেইনের সাথে সংযুক্ত করবে।

ioTube কি?

ioTube একটি ডিসেন্ট্রালাইজ ক্রস-চেইন ব্রিজ যা দুই ডিরেকশনে ক্রিপ্টো এক্সচেন্জ করা যাবে IoTeX এবং অন্যান্য ব্লকচেইন নেটওয়ার্কের মধ্যে। ioTube এর প্রাথমিক ভার্সন শুরু হয় ২০১৯ সালে IoTeX ফাউন্ডেশন এর মাধ্যমে IOTX-E (ERC20) এবং ন্যাটিভ IOTX এর ক্রস চেইন সোয়াপের জন্য। গত বছর গুলোতে আমরা ioTube নতুন করে আপডেট, সাথে আপডেট করা হয়েছে হোমপেইজ জিজাইন এবং স্মার্ট কন্ট্রাক্ট গুলো এবং এখন এটি সাপোর্ট করে বিভিন্ন ইথেরিয়াম এবং IoTeX এর টোকেন। ভবিষ্যতে আমরা বিভিন্ন ব্লকচেইন এড করবো ioTube এর প্রসার ও প্রভাব বৃদ্ধি করার জন্য।

প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে, ioTube মূলত অন্যান্য টোকেন সোয়াপ ব্রিজ থেকে আলাদা এবং দুটি প্রধান উপাদান নিয়ে গঠিতঃ

  • কয়েক সেট স্মার্ট কন্ট্রাক্টে আগে থেকেই তৈরী করা হয়েছে Ethereum এবং IoTeX দুই ব্লকচেইনেই যার মাধ্যমে ক্রস চেইন ট্রান্সফার গুলো খুব সহজে সম্পূর্ন হয়।

  • ক্রস চেইন সকল ট্রানজেকশন গুলো ioTube এর মাধ্যমে Ethereum এবং IoTeX দুই ব্লকচেইনেই ভ্যালিডেট হয় এবং ভেরিফাই এর মাধ্যমে তথ্যগুলো দুই ব্লকচেইনে যায়।

বিস্তারিত তথ্যের জন্য, দয়া করে Github এ আমাদের ওপেন-সোর্স ডকুমেন্টেশন গুলো দেখুন এবং ioTube টিউটোরিয়াল টি দেখে নিন IoTeX ফোরাম থেকে।

ioTube কিভাবে কাজ করে?

এখন থেকে, সহজেই Ethereum এর ERC20 টোকেন গুলো কনভার্ট করা যাবে IoTeX এর XRC20 টোকেনে। এটি কিভাবে কাজ করে দেখুন:

  • কনভার্ট প্রসেস শুরু করা আগে ioTube প্রথমে ইউজারের ERC20 লক করে ফেলে ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্ট এর মাধ্যমে - উদাহরনসরূপ, আমাদের ERC20 কয়েন ধরে নিলাম ETH

  • সমপরিমান XRC20-ETH (“ioETH”) তখন IoTeX স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে মিন্ট হবে এবং এটি ইথেরিয়াম কন্ট্রাক্ট থেকে আপডেট খুজতে থাকবে।

  • ioETH কে পুনরায় ETH এ কনভার্ট করতে হলে, ioTube ইউজার “বার্ন” করবে ioETH স্মার্ট কন্ট্রাক্ট এর মাধ্যমে, যা কানেক্ট করবে ইথেরিয়াম কন্ট্রাক্ট কে অরিজিনার ETH আনলক করার জন্য।

ioTube এর দীর্ঘমেয়াদী সম্ভাবনা কেমন?

প্রকৃতপক্ষে ioTube এর ব্যবহার বাড়ানোর জন্য আমরা প্রতিনিয়ত নতুন নতুন ক্রিপ্টো এ্যাসেট, ডাটা, লিকুইডিটি এড করতেছি আমাদের নেটওয়ার্কে। IoTeX নেটওয়ার্কের মাধ্যমে এর সক্ষমতা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। দুইটি আইডিয়া শেয়ার করা হলো: অন্যান্য ব্লকচেইন গুলোর ব্যাক-এন্ড প্রসেসর হিসেবে IoTeX কে ব্যবহার করা হবে এবং পুরো ব্লকচেইন ইন্ডাস্ট্রির ট্রাস্টেট আই ও টি ডাটা হিসেবে ব্যবহার হবে IoTeX নেটওয়ার্ক।

ইথেরিয়াম হচ্ছে একটি শক্তিশালী ব্লকচেইন প্লাটফর্ম কিন্তু ইথেরিয়ামের কোনো এপ্লিকেশন ডেভেলোপ করা করা অনেক ব্যয়বহুল বর্তমানে। আগষ্ট ২০২০ থেকে ট্রানজেকশন সম্পূ্র্ন হতে ঘন্টার পর ঘন্টা লাগে এবং অনেক বেশি ডলার লাগে ট্রানজেকশন করতে। কিন্তু IoTeX এর মাধ্যমে ডেভেলোপার রা অনেক সহজে এবং কম খরচে যে কোনো স্মার্ট কন্ট্রাক্ট রান করতে পারে বা ট্রানজেকশন করতে পারে। তাই ioTube কে ব্যবহার করে IoTeX কাজ করতে পারবে ইথেরিয়াম এবং অন্যান্য ব্লকচেইনের ব্যাক-এন্ড হিসেবে কাজ করার।

IoTeX সম্পর্কে
IoTeX একটি ওপেন সোর্স প্রজেক্ট, ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়, আমাদের ভিশন হচ্ছে সবাইকে একসাথে এনে বিশ্বস্ত একটি অর্থনৈতিক সুযোগ করে দেওয়া যেখানে সকল ডাটা থাকবে নিরাপদে এবং ব্যবহারকারীরা পাবে নতুন ক্ষমতা এবং সমৃদ্ধ অভিজ্ঞতা।

ওয়েবসাইট: https://iotex.io
জয়েন করুন বাংলাদেশী কমিউনিটি তে: https://t.me/IoTeXBangladesh

4 Likes

এটা একটা ভালো প্রজেক্ট নিরাপদে ব্যবহার করা যাবে:heart::heart:

2 Likes

ধন্যবাদ! এতো সুন্দর বিষয় শেয়ার করার জন্য।

Iotex হচ্ছে খুব ভালো প্রজেক্ট।

অনেক অনেক ভালো প্রজেক্ট। আশা করি ভবিষ্যতে আরও ভালো করবে

1 Like

অনেক সুন্দর একটা প্রজেক্ট।

অনেক সুন্দর একটা প্রজেক্ট। iotex

অনেক অনেক ভালো প্রজেক্ট। আশা করি ভবিষ্যতে আরও ভালো করবে

Io tube এর মাধ্যমে ERC 20 টোকেনগুলো XRC 20 তে শুধু Iopay wallet এর মাধ্যমে কি করা যাবে নাকি অন্য কোনো wallet যেমন Trust wallet এর মাধ্যমে কি করা যাবে ?

শুধুমাত্র ioTube এ যে টোকেন গুলো লিস্টেড আছে ওইসব টোকেন গুলোই কনভার্ট করা যাবে।