ioPay ওয়ালেট নিয়ে বিস্তারিত - IoTeX Bangladesh

ioPay হচ্ছে IoTeX নেটওয়ার্কের অফিসিয়াল ওয়ালেট - আপনি এই ওয়ালেট ব্যবহার করে IoTeX ব্লকচেইনের সাথে কানেক্ট করে IOTX সেন্ড/রিসিভ করতে পারবেন, ট্রানজেকশন বা স্মার্ট কন্ট্রাক্ট এক্সিকিউট করতে পারবেন, স্ট্যাকিং বা ভোট করতে পারবেন এবং আরো অনেক কিছু। ioPay ব্যবহার করলে আপনার পাবলিক/প্রাইভেট কি অথবা ক্রিপ্টোকারেন্সী থাকবে একদম নিরাপদ এবং সব ক্ষমতা থাকবে আপনার হাতেই টোকেন এবং ডাটা ম্যানেজ করার জন্য।

এই পোস্টে আমরা আজকে শেয়ার করবো ioPay ডেস্কটপ এবং মোবাইল ওয়ালেট নিয়ে! ডাউনলোড করতে এই লিঙ্কে যান।

ioPay ১.০ :heavy_minus_sign: স্ট্যাবল এবং ইউজার ফ্রেন্ডলী
ioPay ওয়ালেটের প্রথম ভার্সন রিলিজ হয় ২০১৯ সালে - তখন থেকে IoTeX ফাউন্ডেশন আস্তে আস্তে ioPay ওয়ালেটে নতুন নতুন বৈশিষ্ট্য বা সুবিধা যোগ করছে, যে কোনো সমস্যা সমাধান করছে এবং সিকিউরিটি বাড়াচ্ছে।

জুন ২০২০ এ ioPay ভার্সন - ১ এর যাত্রা শুরু হয় এবং এখন একটি স্থায়ী, ভালো পারফর্মেন্স এবং ইউজার ফ্রেন্ডলী ওয়ালেট হিসেবে পরিচিত হয়েছে! ioPay ভার্সন ১ ওয়ালেট এখন সাপোর্ট করে মেইননেটের ৫ টি স্তম্ভ যেমন ন্যাটিভ IOTX কয়েন সাপোর্ট, ন্যাটিভ স্ট্যাকিং ভার্সন ২ এবং নতুন ভোটিং ওয়েবসাইট।

অন্যান্য যে সুবিধা গুলো পাওয়া যায় ioPay ভার্সন ১ এ:

  • IOTX কয়েন এবং স্ট্যাকিং ভার্সন ২ সাপোর্ট
  • ডেলিগেট রেজিস্ট্রেশন বা আপডেট
  • Ucam এর লগিন সাপোর্ট এবং IoTeX ডিঅ্যাপ্স
  • নন ফাঙ্গিবল টোকেন সাপোর্ট (যেমন: Ucam Pioneer NFT)
  • সিকিউরিটি আপগ্রেড হয়েছে, সাথে অটো লক বা কাস্টম পিন সাপোর্ট।

এই পোস্টের বাকি অংশে আমরা ioPay মোবাইল এবং ডেক্সটপ ওয়ালেট সম্পর্কে জানবো।

ioPay মোবাইল ওয়ালেট (iOS, Android)

ioPay মোবাইল ওয়ালেট টি ব্যবহার করা একদম সহজ। অ্যাপের মাধ্যমে আপনি সহজেই IOTX হোল্ড/সেন্ড/রিসিভ করতে পারবেন এবং স্ট্যাকিং বা ডেলিগেট এ ভোট দিতে পারবেন, সহজেই আপনার ট্রানজেকশন হিস্টোরী দেখতে পারবেন এবং বিভিন্ন ডিঅ্যাপ্স এবং স্মার্ট ডিভাইস ব্যবহার করতে পারবেন। হোমপেইজ এবং বৈশিষ্ট্যগুলো নিচের ছবিতে তুলে ধরা হলো:

1

ioPay মোবাইল ওয়ালেটের কিছু সুবিধা এবং বৈশিষ্ট্য

  • আপনার ক্রিপ্টোকারেন্সী ম্যানেজ করুন: ioPay এর মাধ্যমে সহজেই আপনার ক্রিপ্টো হোল্ড, সেন্ড বা রিসিভ করতে পারবেন। যা সাপোর্ট করে IOTX কয়েন, XRC20 টোকেন এবং NFT

  • স্ট্যাক বা ভোট করুন: আপনার IOTX চাইলে স্ট্যাকিং করতে পারবেন এবং ioPay ওয়ালেট ব্যবহার করে আপনার পছন্দ মতো ভোট ও দিতে পারবেন। স্টেপ বাই স্টেপ স্ট্যাকিং টিউটোরিয়াল দেখুন এখানে।

  • ডেলিগেট প্রোফাইল আপডেট: ডেলিগেট রা তাদের প্রোফাইল আপডেট করতে পারবে সরাসরি ioPay মোবাইল ওয়ালেট থেকে “Discover” >> IoTeX Staking >> Delegate tab থেকে।

  • Ucam এ লগিন: Ucam এ সরাসরি লগিন এবং কন্ট্রোল করা যাবে ioPay ওয়ালেট ব্যবহার করে। ভবিষ্যতে আরো যে প্রোডাক্ট গুলো আসবে সবগুলোই ব্যবহার করা যাবে এই ওয়ালেটের মাধ্যমে।

  • IoTeX ডিঅ্যাপ্স ব্যবহার: আপনি সহজেই ioPay ওয়ালেট ব্যবহার করে ডিঅ্যাপ্স গুলো ব্যবহার করতে পারবেন।

  • VITA টোকেন ক্লেইম: যারা স্ট্যাকিং করে তারা প্রতিদিন এক ক্লিকের মাধ্যমে VITA ক্লেইম করতে পারবে ioPay ওয়ালেট ব্যবহার করে।

লেটেস্ট ভার্সনের ioPay মোবাইল ওয়ালেট ডাউনলোড করুন এখান থেকে।

ioPay ডেস্কটপ ওয়ালেট (Mac, Windows)
ioPay ডেস্কটপ ওয়ালেট হচ্ছে বিশ্বস্ত একটি ওয়ালেট ক্রিপ্টোকারেন্সী ম্যানেজ, স্ট্যাকিং/ভোট, ডিঅ্যাপ্স ব্যবহার করার জন্য।

Unlock
ioPay ডেস্কটপ ওয়ালেট ব্যবহার করে, ইউজাররা লগিন করতে পারবে কিস্টোর ফাইল এবং হার্ডওয়ার ওয়ালেটের মাধ্যমে (যেমন: Ledger)। Ledger ব্যবহারকারীরা তাদের হার্ডওয়ার ওয়ালেট ioPay এর সাথে কানেক্ট করে সহজেই টোকেন ট্রান্সফার, স্ট্যাকিং করতে পারবে। এটি হচ্ছে সবথেকে সেরা উপায় IOTX ম্যানেজ এবং নিরাপদে রাখার জন্য।

ioPay ডেস্কটপ ওয়ালেটের কিছু সুবিধা এবং বৈশিষ্ট্য

  • আপনার ক্রিপ্টোকারেন্সী ম্যানেজ করুন: ioPay এর মাধ্যমে সহজেই আপনার ক্রিপ্টো হোল্ড, সেন্ড বা রিসিভ করতে পারবেন। যা সাপোর্ট করে IOTX কয়েন, XRC20 টোকেন এবং NFT

  • স্ট্যাক বা ভোট করুন: আপনার IOTX চাইলে স্ট্যাকিং করতে পারবেন এবং ioPay ওয়ালেট ব্যবহার করে আপনার পছন্দ মতো ভোট ও দিতে পারবেন। স্টেপ বাই স্টেপ স্ট্যাকিং টিউটোরিয়াল দেখুন এখানে।

  • নতুন ডেলিগেট তৈরী করতে: যে কেউ যদি IoTeX ডেলিগেট হতে চায় সে ioPay ডেস্কটপ ওয়ালেটের মাধ্যমে রেজিস্টার করতে পারবে ভোটিং ওয়েবসাইটে।

  • IoTeX ডিঅ্যাপ্স ব্যবহার: আপনি সহজেই ioPay ওয়ালেট ব্যবহার করে ডিঅ্যাপ্স গুলো ব্যবহার করতে পারবেন।

  • VITA টোকেন ক্লেইম: যারা স্ট্যাকিং করে তারা প্রতিদিন এক ক্লিকের মাধ্যমে VITA ক্লেইম করতে পারবে ioPay ওয়ালেট ব্যবহার করে।

লেটেস্ট ভার্সনের ioPay ডেস্কটপ ওয়ালেট ডাউনলোড করুন এখান থেকে।

কোনো প্রশ্ন বা নতুন কোনো ফিচার এর রিকুয়েস্ট করতে চান?

আমরা ioPay ওয়ালেট ডিজাইন এবং তৈরী করেছি আমাদের কমিউনিটির জন্য - আমরা অবশ্যই আপনার ফিডব্যাক শুনতে চাই! দয়া করে আমাদের জানাবেন নতুন কোন ফিচারগুলো আপনি দেখতে চান নতুন ভার্সনে।

3

:heavy_minus_sign: জয়েন করুন বাংলাদেশী কমিউনিটি তে :heavy_minus_sign:

:globe_with_meridians: ওয়েবসাইট: https://iotex.io
:bangladesh: বাংলাদেশী কমিউনিটি টেলিগ্রাম: https://t.me/IoTeXBangladesh
:repeat: বাংলাদেশী কমিউনিটি টুইটার: https://twitter.com/IoTeXBangladesh

9 Likes

Iotx is the best আমার দেখা মতে এই প্রথম কয়েন iotx is the moon

1 Like

ধন্যবাদ ভাই :heart: সাথে থাকবেন ইনশাআল্লাহ

অসাধাৰণ app plan অনেক সুন্দৱ

1 Like

অনেক ভালো লাগলো।
Best of luck

1 Like

ধন্যবাদ। সাথে থাকবেন।

অনেক ভালো একটি প্রজেক্ট আমার মতে আশা করি ভবিষ্যৎ এই প্রজেক্টে ইনভেষ্টমেন্ট করলে আমাদের অনেক প্রফিট আসবে

1 Like

ধন্যবাদ ভাই আপনাকে। আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে।

অনেক ভালো একটা প্রোজেক্ট :heart:

Iotx is the best I have seen this first coin iotx is the moon

1 Like

গুড প্রজেক্ট। বেস্ট অফ লাক

1 Like

গুড প্রজেক্ট। বেস্ট অফ লাক আই ও টি এক্স

1 Like

Wow! Khub vlo laglo pore , onk kisu jante parlam. Ucam er bisoy khub vlo laglo!

1 Like

Ucam নিয়েও বিস্তারিত পোস্ট আসবে।