IOTX স্ট্যাকিং করুন ioPay ওয়ালেট দিয়ে, স্টেপ-বাই-স্টেপ নির্দেশনা

স্ট্যাকিং হচ্ছে IoTeX নেটওয়ার্কের একটি মূল পার্ট। যেখানে IOTX হোল্ডার রা ডিপোজিট (“স্ট্যাক”) করতে পারে, স্ট্যাকিং এর মাধ্যমে টোকেন হোল্ডার রা IoTeX নেটওয়ার্কের সিকিউরিটি বাড়ায় এবং পরিবর্তে তারা IOTX রিওয়ার্ড পায় রিটার্ন হিসেবে।

IoTeX ব্যবহার করে Roll-DPoS consensus যেখানে কমিউনিটি মেম্বার রা যেকোনো ডেলিগেট এ ভোট দিতে পারে। যেকোনো ব্যক্তি তার IOTX স্ট্যাক করতে পারে এবং এক বা একাধিক ডেলিগেট্স এ ভোট দিতে পারে। আপনি ডেলিগেট্স লিস্ট পাবেন এখানে এবং আনুমানিক স্ট্যাকিং প্রফিট কতো হবে সেটি এখানে দেখতে পারবেন। আরো বিস্তারিত জানতে আমাদের Voter’s Handbook টি দেখুন।

এই পোস্টে আমরা দেখাবো কিভাবে আপনি স্ট্যাক / ভোট দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী এবং চাইলে আপনার পছন্দমতো প্যারামিটার সেট করতে পারবেন কাস্টোমাইজ স্ট্যাকিং এর জন্য।

কিভাবে স্ট্যাক এবং ভোট দিবেন?

১) ডাউনলোড করুন ioPay ডেস্কটপ অথবা মোবাইল ওয়ালেট

IoTeX এর অফিসিয়াল ওয়ালেট ioPay এখন ডেস্কটপ এবং মোবাইল অ্যাপে পাওয়া যাচ্ছে। ioPay শুধুমাত্র আপনার ক্রিপ্টো স্টোর বা হোল্ড করার জন্যই সেরা না, IoTeX মেইননেটে স্ট্যাকিং করার জন্যও অনেক প্রয়োজনীয়।

২) ioPay লগিন করুন

আপনি যে এড্রেস থেকে স্ট্যাক/ভোট করতে চান সেই এড্রেস থেকে লগিন করুন – আপনি চাইলে নতুন এড্রেস তৈরী করতে পারেন অথবা পুরাতন একাউন্ট লগিন করতে পারেন।

  • নতুন একাউন্ট তৈরী করতে: আপনার যদি ন্যাটিভ IOTX এড্রেস না থাকে, একটি তৈরী করুন। তারপর আপনার এড্রেস, প্রাইভেট কি এবং কি স্টোর ফাইল টি কোথাও লিখে রাখুন কারন পরবর্তীতে যখন লগিন করবেন প্রাইভেট কি অথবা কি স্টোর ফাইল অবশ্যই লাগবে।

  • পুরাতন এড্রেসে লগিন করুন: আপনার যদি আগে থেকেই IOTX এড্রেস থাকে তাহলে আপনি এটি ইমপোর্ট করতে পারবেন প্রাইভেট কি বা কি স্টোর ফাইল ব্যবহার করে অথবা Ledger হার্ডওয়ার ওয়ালেট ব্যবহার করে।

৩) ভোটিং ওয়েবসাইট ভিজিট করুন স্ট্যাকিং শুরু করার জন্য

IoTeX স্ট্যাকহোল্ডার স্ট্যাক/ভোট করতে পারবে ioPay ডেস্কটপ বা মোবাইল ওয়ালেট ব্যবহার করে।

ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য: আপনার ডেস্কটপ অ্যাপটি ওপেন করুন ভোটিং ওয়েবসাইটে যাওয়ার জন্য, তারপর ক্লিক করুন My Vote থেকে New Vote অপশনে।

মোবাইল ব্যবহারকারীদের জন্য: ioPay মোবাইল ওয়ালেট দিয়েও এখন স্ট্যাকিং করা যাবে! প্রথমে অ্যাপটি ওপেন করুন তারপর Stake এ ক্লিক করে New Stake অপশনে যান।

৪) আপনার ভোটিং প্যারামিটার সিলেক্ট করুন

আমরা রিকোমেন্ড করি আপনার স্ট্যাকিং পোর্টফোলিও বিভিন্ন ডেলিগেটে ভাগ করে স্ট্যাক করার জন্য। “New Vote” এ ক্লিক করার পর আপনি নতুন একটি স্ট্যাকিং বাকেট তৈরী করতে পারবেন নিচের প্যারামিটারে:

  • Delegate: এখন ৬০+ ডেলিগেট আছে যারা ভোটারদের রিওয়ার্ড দেয় ভোটিং এর জন্য। আপনি যে কোনো সময় আপনার ভোট অন্য ডেলগেটে পরিবর্তন করতে পারবেন।

  • Amount: আপনি যেকোনো পরিমান IOTX স্ট্যাক বা ভোট করতে পারবেন। আপনি চাইলে এমাউন্ট বাড়াতে পারবেন যদি অটো স্ট্যাক চালু থাকে।

  • Stake Duration: আপনি ০ দিন থেকে ১০৫০ দিনের জন্য আপনার কয়েন স্ট্যাক করতে পারবেন। আপনার স্ট্যাকের সময় বেশি হলে আপনার রিওয়ার্ড ও বেশি হবে। আপনি আপনার স্ট্যাকের সময় যেকোনো সময় বাড়াতে পারবেন কিন্তু কমাতে পারবেন না।

  • Auto-stake: অটো স্ট্যাক অন করলে আপনি আরো বেশি বোনাস ভোট বা রিওয়ার্ড পাবেন। কিন্তু পরবর্তীতে অটো স্ট্যাক অফ করলে আপনি আর কোনো বোনাস বা রিওয়ার্ড পাবেন না।

গুরুত্বপূর্ন তথ্য: আপনি যতোদিনের জন্য স্ট্যাক করবেন সেই সময় শেষ না হওয়া পর্যন্ত আনস্ট্যাক করতে পারবেন না এবং আনস্ট্যাক করার ৩ দিন পর আপনার কয়েন উইথড্র করতে পারবেন। তাই আপনি যদি যে কোনো সময় আনস্ট্যাক করতে চান তাহলে স্ট্যাকিং এর সময় ০ দিন সিলেক্ট করুন।

image

৫) ট্রানজেকশন সাইন করুন ioPay দিয়ে

ডেলিগেট এবং ভোটিং প্যারামিটার সিলেক্ট করার পর ক্লিক করুন “Proceed to Vote” এবং আপনার স্ট্যাকিং/ভোটিং ট্রানজেকশন টি কনফার্ম করুন।

ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য: ট্রানজেকশন ডিটেইলস টি কনফার্ম করুন ভোটিং ওয়েবসাইট থেকে। তারপর ioPay ডেস্কটপ থেকে ট্রানজেকশন টি সম্পূর্ন করুন। আপনি ট্রানজেকশন হ্যাশ সহ একটি মেসেজ পাবেন ট্রানজেকশন সম্পূর্ন হলে।

মোবাইল ব্যবহারকারীদের জন্য: প্রথমে ট্রানজেকশন ডিটেইলস কনফার্ম করুন, সম্পূর্ন হলে ট্রানজেকশন মেসেজ পাবেন।

স্বাগতম, আপনি সফলভাবে আপনার IOTX স্ট্যাক করতে পেরেছেন ioPay ওয়ালেট ব্যবহার করে।

আপনার যদি কোনো প্রশ্ন থাকে স্ট্যাকিং নিয়ে তাহলে আমাদের বাংলাদেশী কমিউনিটি তে জয়েন করুন।

8 Likes

অনেক কিছু জানলাম।খুব ভালো লাগলো

2 Likes

খুব ভালো একটি প্রোজেক্ট

1 Like

ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য :heart:

ধন্যবাদ। সাথে থাকবেন সব সময়

গুড প্রজেক্ট। বেস্ট অফ লাক iotex

1 Like

Very good project and best token iotx i am hold 2000 iotx future is big earning

1 Like

গুড প্রজেক্ট। বেস্ট অফ লাক আই ও টি এক্স

1 Like

Very good project and best token iotx i am hold 2000 iotx future is big earning

1 Like

গুড প্রজেক্ট। বেস্ট অফ লাক আই ও টি এক্স

1 Like

ভালোবাসা ৱইল #iotex project

1 Like

Very succees coin in the iotx i love iotx

1 Like

Onk kisu ojana janlam, stake korata notun siklam

1 Like

this is best community ever and really helpful tnQ

1 Like

Iotex হছে একটা ভালো প্রজেক্ট আমার মনে হয় ২-৩ মাসের মধ্যে এটার prices ০.১$ যাবে।

1 Like

হোল্ড ইজ গোল্ড :eyes: আশা করি ভালো রিটার্ন পাবেন

ইনশাআল্লাহ প্রাইস আরো বাড়বে, সেইটা ২ দিন আগে আর পরে। কারন প্রজেক্ট অনেক ভালো।