জুন ১ তারিখ ২০২০ সালে, IoTeX মেইননেট GA ("Machina) যাত্রা শুরু করে, এটি হচ্ছে আমাদের সব থেকে বড় অর্জন। ইন্টারনেট কে বিশ্বস্ত করে তোলার জন্য আমাদের নতুন টেকনোলজি, ইকোসিস্টেম টুলস আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে।
এই পোস্টে আমরা মেইননেট জিএ সম্পর্কে জানবো এবং সচরাচর যে প্রশ্নগুলো হয় সেগুলোর উত্তর দিবো।
IoTeX মেইননেট জিএ (“Machina”) কি?
কয়েক লাইন কোড দিয়ে এপ্রিল ২০১৮ তে যাত্রা শুরু হয়েছিলো IoTeX এর এবং এখন এটি একটি লাইভ ব্লকচেইনে তৈরী হয়েছে যা মেইনটেইন হয় বিশ্বের ৬০+ ডেলিগেট্স দিয়ে। মেইননেট জিএ শুধুমাত্র একটি টেকনোলজি না এখানে রয়েছে IoTeX প্লাটফর্ম ২.০, Pantheon, Halo Grants প্রোগ্রাম, ন্যাটিভ স্ট্যাকিং ভার্সন ২ এবং Hermes রিওয়ার্ড সিস্টেম। মেইননেটের মাধ্যমে IoTeX নেটওয়ার্ক ইথেরিয়াম থেকে আলাদা হয়ে একটি নিজস্ব ব্লকচেইন নেটওয়ার্কে পরিনত হয়েছে।
IoTeX মেইননেট যাত্রা শুরু করে ২০২০ সালের ১লা জুন
আরো বিস্তারিত জানতে, Github এ আমাদের ওপেন সোর্স কোডগুলো দেখুন এবং আমাদের অফিসিয়াল ফোরাম টি ভিজিট করুন।
আমার আগের ভোট বা স্ট্যাক কি হবে যা ইথেরিয়াম ব্লকচেইনে ছিলো?
মেইননেট জিএ শুরু হওয়ার পর IoTeX ফাউন্ডেশন সমস্ত স্ট্যাটিং/ভোটিং ডাটাগুলো ইথেরিয়াম থেকে মেইননেটে মাইগ্রেট করেছে এবং চালু করেছে নতুন ন্যাটিভ স্ট্যাকিং ম্যাকানিজম। গতানুগতিক ভাবে, ইথেরিয়াম নেটওয়ার্কের সকল স্ট্যাকিং বা ভোটিং আপনার ন্যাটিভ IOTX এড্রেসে চলে গিয়েছে, এবং আপনার আগের প্রাইভেট কি দিয়েই তা এক্সেস করতে পারবেন। যদি আপনার ভিন্ন এড্রেসে থাকে তাহলে আপনি স্ট্যাকিং বা ভোটিং করতে পারবেন আপনার ভিন্ন এড্রেসের প্রাইভেট কি দিয়ে।
নোট করুন, শুধুমাত্র আগের স্ট্যাক করা বাকেট গুলো মাইগ্রেট হয়েছে। যে বাকেট গুলো আনস্ট্যাকিং অবস্থায় আছে বা উইথড্র করার জন্য প্রস্তুত সেগুলো জুন ৩ তারিখে সরাসরি আপনার IOTX এড্রেসে চলে যাবে।
-
Ethereum [ ১, ২, ৩] – প্রি মেইননেট জিএ স্ট্যাকিং এর Ethereum কন্ট্রাক্ট
-
IoTeX [১] – প্রি মেইননেট জিএ স্ট্যাকিং IoTeX কন্ট্রাক্ট
আপনি যদি Ledger ব্যবহারকারী হোন, তাহলে এই পোস্ট টি দেখুন বিস্তারিত জানতে।
স্ট্যাক বা ভোট নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন এবং এডমিনদের সাথে যোগাযোগ করুন।
মেইননেট GA তে কি পার্থক্য রয়েছে স্ট্যাকিং এর ক্ষেত্রে
সবথেকে বেশি খেয়াল করার মতো পার্থক্য হচ্ছে, আগে IOTX-E (ERC20) এবং MetaMask ব্যবহার করা হতো স্ট্যাক বা ভোটের জন্য কিন্তু এখন থেকে আমরা ব্যবহার করবো IOTX (native) এবং ioPay ওয়ালেট। এটি হচ্ছে IoTeX এর অফিসিয়াল ওয়ালেট যা ডেক্সটপ এবং মোবাইল ভার্সনে ব্যবহার করা যায়।
আমরা আরো নতুন ফিচার্স এড করেছি সহজেই স্ট্যাক বা ভোট ম্যানেজ করার জন্য। আপনি এখন থেকে আপনার স্ট্যাকিং বাকেট অন্য এড্রেসে ট্রান্সফার ও করতে পারবেন ioPay ব্যবহার করে।
আগের “decay” কনসেপ্ট এর পরিবর্তন আনা হয়েছে এবং এখন থেকে বোনাস ভোট উপভোগ করা যাবে।
নিচের ডিটেইলস গুলো দেখুন নতুন ন্যাটিভ স্ট্যাকিং ফিচার্স সম্পর্কে জানতে এবং মেইননেটে স্ট্যাকিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে এই ব্লগ পোস্ট টি দেখুন।
যদি আমার এখনো IOTX-E (ERC20) থাকে তাহলে কি হবে?
চিন্তার কিছু নেই! আপনি এখনো IOTX-E (ERC20) থেকে IOTX (native) এ সোয়াপ করতে পারবেন। কয়েক টি অপশন আছে আপনার জন্য: ১) আমাদের সোয়াপ পুল ব্যবহার করুন। ২) IOTX-E টোকেন বিন্যান্স বা অন্য লিস্টেড এক্সচেন্জে ডিপোজিট করে ন্যাটিভ টোকেন রিসিভ করুন।
মেইননেট GA এর নাম কেনো “Machina” রাখা হয়েছে?
মে ২০২০ এ আমরা একটি কমিউনিটি ক্যাম্পেইন দিয়েছিলাম “Name-the-Mainnet” এর উপর এবং Machina নাম টি বিজয়ী হয়েছে। ল্যাটিন ভাষা অনুযায়ী এটি IoTeX নেটওয়ার্ক কে সুন্দরভাবে উপস্থাপন করে। আমাদের লক্ষ্য এবং ভিশন হচ্ছে, একটি ওপেন ইকোসিস্টেম তৈরী করা যেখানে মানুষ এবং মেশিন একসাথে ইন্টারেক্ট করবে বিশ্বত এবং স্বাধীন ভাবে সাথে প্রাইভেসি থাকবে সকল জিনিসের।
আর কোনো প্রশ্ন?
আপনি যে কোনো সময় IoTeX টিমের সাথে যোগাযোগ করতে পারেন টেলিগ্রামের মাধ্যমে যদি কোনো প্রশ্ন থাকে। আমরা খুশি হবো সাহায্য করতে পারলে, আপনাদের সাপোর্টের জন্য ধন্যবাদ।
জয়েন করুন বাংলাদেশী কমিউনিটি তে
ওয়েবসাইট: https://iotex.io
বাংলাদেশী কমিউনিটি টেলিগ্রাম: Telegram: Contact @IoTeXBangladesh
বাংলাদেশী কমিউনিটি টুইটার: x.com